ইসলাম বিদ্বেষী নাস্তিকরা সর্বদাই ইসলাম ও নবী মুহাম্মাদ (ﷺ) কে জড়িয়ে নানাধরণের মিথ্যাচার করে থাকে। তার মধ্যে অন্যতম হল মিরাজের রাতে নাকি নবী (ﷺ) চাচাতো বোন উম্মে হানী (রা.) এর বাড়ীতে তাঁর সঙ্গে অবৈধ কাজ করেন (নাউযুবিল্লাহ) এবং সেটা জানাজানি হয়ে গেলে এটাকে ধামাচাপা দেওয়ার জন্য মিরাজের কাহিনী তৈরি করেন (নাউযুবিল্লাহি মিন যালিক)। এই অশালীন অভিযোগের পেছনে তারা যে ঘটনাকে ‘দলিল’ হিসাবে দাঁড় করায় তা হলোঃ قال محمد بن إسحاق : وكان فيما بلغني عن أم هانئ بنت أبي طالب رضي الله عنها ، واسمها هند ، في مسرى رسول الله صلى الله عليه وسلم ، أنها كانت تقول :…