• Uncategorized

    অশ্লীলতা (ব্যভিচার, ধর্ষণ, সমকামিতা) মুক্ত সমাজ গড়তে আলকুরআনের অবদান

    অশ্লীলতা মানব সমাজের কলুষিত অধ্যায়। প্রতিটি বিবেকবান মানুষের কাছে অশ্লীলতা একটি খরাপ কাজ। পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যেখানে অশ্লীলতা নিষিদ্ধ নয়। অশ্লীলতা শুধু ব্যক্তির জীবনকেই কলুষিত করে না বরং পরিবার, সমাজ ও সভ্যতাকে বিনাশ করে দেয়। যে সমাজে যত বেশী অশ্লীলতার চর্চা হবে সে সমাজে পারিবারিক বন্ধন তত ফিকে হতে থাকবে। পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য পারিবারিক বন্ধনের কোন বিকল্প নেই। কেননা পরিবার ছাড়া সন্তান উৎপাদনের বৈধ কোন প্রতিষ্ঠান নেই। আর মানুষ যখন পরিবারের দায় দায়িত্ব গ্রহণ ছাড়াই তার জৈবিক চাহিদা পূরণ করতে পারবে তখন সে আর পরিবার গঠনের ঝামেলা পোহাবে না। ফলে মানুষ জন্মের স্বাভাবিক ক্রমধারা ব্যাহত হবে।…