আমার সম্পর্কে

পরিচিতি
মুফতি আবু মুহাম্মাদ রাহমানী বাংলাদেশের উদীয়মান একজন ইসলামিক স্কলার। মহান আল্লাহর অশেষ মেহেরবাণীতে আপন মেধা ও যোগ্যতা দিয়ে ইতোমধ্যে তিনি ইসলামের একজন প্রতিনিধিত্বশীল দা‘য়ী আলেম হিসেবে পরিচিতি লাভ করেছেন। আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের আদর্শ ধারণ করে কুরআন সুন্নাহর সাবলিল উপস্থাপনা ও ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের সমুচিত যৌক্তিক জবাব প্রদান করে মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বিশেষ করে ইসলামের উপর উথ্যাপিত বিভিন্ন বিষয় নিয়ে ইসলাম বিদ্বেষীদের সাথে তার টকশগুলো তাকে মুসলিম তরুণ যুবকদের আইডলে পরিণত করেছে।
মুফতি আবু মুহাম্মাদ রাহমানী ১৯৮৪ ইং সনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া থানাধীন পাটগাতি ইউনিয়নের শ্রীরামকান্দি (দাউদকান্দি) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
মুফতি আবু মুহাম্মাদ রাহমানী ১৯৯৮ সনে হিফজুল কুরআন, ২০১০ সনে তাকমিল ফিল হাদিস (ঢাকাস্থ জামেয়া রহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর মাদ্রাসা) ও ২০১১ তাখাসসুস ফিল ফিকহি ওয়াল ইফতা সমাপ্ত করেন। এছাড়া ২০১৫ সনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম. এ (ফার্স্ট ক্লাস) পাশ করেন।
লেখাপড়া শেষ করে আল জামি‘য়া মাদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক হিসেবে শুরু হয় তার কর্মজীবন। সেখানে তিনি বিগত ১০ বছর যাবত গুরুত্বপূর্ণ কিতাবাদি পাঠদান করে আসছেন বর্তমানে সেখানে মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি বিভিন্ন মাদ্রাসায় শায়খুল হাদিস হিসেব বুখারী শরীফের দরস দিয়েছেন। শিক্ষকতার জীবনে তিনি একজন সফল শিক্ষক। ছাত্রদের কাছে বিপুল জনপ্রিয় তার দরস।
শিক্ষকতার পাশাপাশি তিনি ঢাকার কলাবাগানস্থ মাসজিদ-ই বাক্কাতিল মোবারকয়ায় বিগত দশ বছর যাবত অত্যন্ত সুনামের সাথে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া মিডিয়াতে রয়েছে তার সরব বিচরণ। বিভিন্ন টিভি চ্যানেলে তার তাত্ত্বিক আলোচনা বেশ সমাদৃত হচ্ছে। বিভিন্ন টকশোতে নাস্তিক ও তথাকথিত বুদ্ধিজীবীদের কুরআন সুন্নাহর আলোকে যৌক্তিক জবাব দিয়ে থাকেন। বর্তমানে নাস্তিক ও তথাকথিত বুদ্ধিজীবীদের অসারতা প্রমাণে বাংলাদেশে যে কয়েকজন তরুণ আলেম উল্লেখযোগ্য অবদান রেখে চলছেন, তিনি তাদের মাঝে অন্যতম।
বহুমুখি প্রতিভার অধিকারী এ তরুন আলেমে দ্বীন ‘বাইতুর রহমান মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স (টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ) এবং আন-নূর কিন্ডারগার্টেন ও হিফজুল কুরআন মাদ্রাসা (ঢাকা) এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
আলহামদুলিল্লাহ বিভিন্ন পর্যায়ে দ্বীনি খেদমতের পাশাপাশি লেখলেখিতেও তার রয়েছে সরব উপস্থিতি। বর্তমান সময় তার বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে এবং বিজ্ঞমহলের কাছে প্রশংসিত হয়েছে। তার বইগুলো হলো-‘প্রচলিত শিরক ও নেফাক’ ‘ঈমান ভঙ্গের কারণ’ ও ‘আদর্শ সমাজ গঠনে আল কুরআনের অবদান।’
আল্লাহ রব্বুল আলামিনের কাছে মুহতারমের ইহজগত ও পরজগতের সফলতা কামনা করছি।
সংকলক: হাফেজ মাওলানা মুফতি মা‘ছুম বিল্লাহ।